ইদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি
- আপডেট সময় : ০৭:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ইদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি। পরিকল্পনা অনুযায়ী গত মাসে পল্টনে পুলিশ চেকপোস্টের পাশে এবং নওগাঁর একটি মন্দিরে বোমা হামলা চালায় তারা । দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, পুলিশের নজরদারির কারণে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তারা। তিনি জানান, মঙ্গলবার সিলেটের মিরাবাজার, টুকের বাজার, দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পরিচালিত ‘অপারেশন এলিগ্যান্ট বাইটে’ নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মনিরুল ইসলাম বলেন, আটককৃতরা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। নব্য জেএমবির শুরা সদস্য শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের নেতৃত্বে তারা সিলেটের শাপলাবাগের একটি বাসায় কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলো।