ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় করিম বেনজেমা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ তাকরা করিম বেনজেমা। স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন তিনি। ফেরার খবরটি নিজেই নিশ্চিত করেছেন বেনজেমা।
চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রিয়াল ফরোয়ার্ড। প্রাথমিকভাবে তার চোট গুরুতর নয় বলে ধারণা করা হলেও পরে তার ডান ঊরুর মাংসপেশিতে চোট ধরা পড়ার কথা ক্লাব কর্তৃপক্ষ। হাঁটুর চোটে খেলতে পারেননি ক্লাব ও জাতীয় দলের বেশ কয়েকটি ম্যাচ। অবশেষে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড আশাবাদী, ক্লাবের পরের ম্যাচেই খেলতে পারবেন তিনি। চোটে পড়ার আগে রিয়ালের জার্সিতে ছয় ম্যাচে ৪ গোল করেছেন বেনজেমা।