ইন্দোনেশিয়ায় বরত দায়া দ্বীপপুঞ্জে ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় বরত দায়া দ্বীপপুঞ্জে ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো মালাকু প্রদেশে ২০০ কিলোমিটার গভীরে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তবে এখনো ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে। তখন সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও সেসময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এতে ওই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। যা ছিল দেশটির ইতিহাসে ভূমিকম্পে সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।