ইভিএম ব্যালটের চেয়ে অনেক বেশি কার্যকর ও নিরাপদ : ব্রাজিলের রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সুষ্ঠু ভোট আয়োজনে ইভিএমকে ব্যালটের চেয়ে অনেক বেশি কার্যকর ও নিরাপদ বলে দাবি করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফানার্ডো জিয়াস ফেরেস। আর নিরাপত্তা বিশ্লেষক, নির্বাচন পর্যবেক্ষকসহ বিশিষ্টজনরা বলছেন, সবার অংশগ্রহণমূলক এবং রক্তপাতহীন, উৎসবমূখর ভোটের প্রত্যাশায় মুখিয়ে আছে দেশবাসী। প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সময়োপযোগী এবং দূরদর্শী সিদ্ধান্ত। রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত জানায় ইসি।
এরপরই উত্তপ্ত ভোটের মাঠের রাজনীতি।
এমন পরিস্থিতিতে ইভিএম বিষয়ক এই মতবিনিময়ের আয়োজন করে ইসি নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থার মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম। এতে অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি, রাষ্ট্রদূত, নিরাপত্তা বিশ্লেষকসহ বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে আগামী নির্বাচন নিয়ে দেশবাসীর প্রত্যাশা কথা জানান তারা।
জনমনে আস্থা তৈরীতে ইভিএম বিষয়ক প্রচারণা প্রয়োজন বলেও মত দেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইভিএমের পক্ষে নিজ দেশের অভিজ্ঞতার কথা জানান, ব্রাজিলের রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে কেয়ার টেকার সরকার পদ্ধতিতে ফিরে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।