ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের অর্ধেক শেয়ার স্বজনদের কাছে হস্তান্তরে কোন বাধা নেই : হাইকোর্ট
- আপডেট সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির, এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমার অর্ধেক শেয়ার স্বজনদের কাছে হস্তান্তরে কোন বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেয়। তাদের শেয়ারের অর্ধেক হস্তান্তরের মাধ্যমে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হতে পারবেন রাসেলের শ্বশুর। তবে, এই রায় নিয়ে ভিন্নমত রয়েছে গ্রাহকদের পক্ষে নিযুক্ত আইনজীবীর।
ইভ্যালির কাছে গ্রাহক ও সরবরাহকারীদের পাওনা রয়েছে হাজার কোটি টাকার বেশি। এমন অভিযোগে গেল ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে রেব।
রাসেল-শামীমা কারাগারে থাকায় আদালতে যান রাসেলের শ্বশুর-শাশুড়ি। জামাই ও মেয়ের নামে থাকা ইভ্যালির শেয়ার কিনতে চানা তারা। শুনানির পর, এ নিয়ে আদালত তার সিদ্ধান্ত জানিয়েছে।
আইনজীবীরা জানান, জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারাগারেই শেয়ার হস্তান্তর সম্ভব।
রাসেল-শামীমা আদালতের নির্দেশনা ছাড়া বাকি ৫০ ভাগ শেয়ার কাউকে হস্তান্তর করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট।