ইভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনায় চার সদস্যের বোর্ড গঠন

- আপডেট সময় : ০৮:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
অর্থ লোপাটের অভিযোগে আলোচনায় থাকা ই-কমার্স প্রতিষ্ঠান- ইভ্যালি লিমিটেডের ব্যবস্থাপনায় চার সদস্যের বোর্ড গঠন করে দিয়েছে আদালত। এই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ সোমবার এই বোর্ড সদস্যদের নাম ঘোষণা করে আদেশ দেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে নাম পাঠানো তিনজনের মধ্যে অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ রেজাউল আহসান থাকবেন। বোর্ডে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী হিসেবে খান মোহাম্মদ শামীম আজিজ থাকবেন। আর সরকারি বেতনে এক্স অফিসিও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব মাহবুবুল কবির। প্রতারণার অভিযোগে করা মামলায় ই-ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৬ সেপ্টেম্বর গ্রেফতার করে রেব। গত ২২ সেপ্টেম্বর ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।