ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছেন স্পিকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫১৯ বার পড়া হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছেন স্পিকার। আজ এ নিয়ে ভোট হওয়ার কথা থাকলেও তার আগেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এর আগে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব পেশের পরে সাত দিনের মধ্যে ভোট নিতে আজ পার্লামেন্টে ভোট হওয়ার কথা ছিলো। নানামুখী চাপে পড়ে ক্ষমতা টিকিয়ে রাখতে, বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছেন ইমরান। জাতির উদ্দেশে শনিবার বিকেলে দেয়া এক ভাষণে অনাস্থা ভোটকে ‘বিদেশি ষড়যন্ত্র’ আখ্যায়িত করে এর বিরুদ্ধে তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থনেই পাকিস্তানে ক্ষমতা পরিবর্তনের চেষ্টা চলছে। পাকিস্তানে স্বাধীনতার পর দেশটির কোনো সরকারই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি।