ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মাঠ পর্যায়ের কাজ শেষে ফেরার পথে তাদের অপহরণ করা হয়।
ইয়েমেনের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর যোগাযোগ উপদেষ্টা রাসেল গিকি বলেন, জাতিসংঘের কর্মীরা একটি ফিল্ড মিশন শেষ করে ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি আরো জানান, জাতিসংঘ তাদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনই ইয়েমেনী। একজন অন্য দেশের নাগরিক। এই অপহরণের জন্য আল-কায়েদার জঙ্গিদের সন্দেহ করছে জাতিসংঘ।