ইরাকের ইরানি দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে, ইরানি দূতাবাসে আগুন দিয়েছে দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীরা।
বিবিসি জানায়, এসময় পুলিশের গুলিতে অন্তত দুই বিক্ষোভকারী নিহত হন। আহত হন আরো ৩৫ জন। ঘটনার পর শহরজুড়ে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি মাসে ইরানের দূতাবাসে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটলো। তিন সপ্তাহ আগে ইরাকের কারবালায় ইরানি দূতাবাসে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। গেলো ১ অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট, নিম্নমানের সরকারি পরিসেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নেমে আসেন কয়েক হাজার বিক্ষোভকারী। যা পরে গণ-আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দেশটিতে এ পর্যন্ত তিনশোর বেশি মানুষ নিহত হয়েছে।