ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনে ড্রোন হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তাঁকে হত্যার চেষ্টায় এই হামলা বলে ধারণা করা হচ্ছে।
রোববার ইরাকি সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানা গেছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। তবে সুরক্ষিত এলাকা হলেও বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়। এ হামলায় খাদিমির ব্যক্তিগত সুরক্ষার বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এখনও কোনো গোষ্ঠী বা দল তাৎক্ষণিকভাবে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে খাদিমির বাসভবনে হামলার দায় স্বীকার করেনি।