ইরাকের যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার জন্য ইরান দায়ী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে এই হামলার চরম মূল্য দিতে হবে। এদিকে, দূতাবাসে হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে আরো ৭৫০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, যুক্তরাষ্ট্রের কর্মী ও স্থাপনায় হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় এই সেনা মোতায়েন করা হচ্ছে। সম্প্রতি ইরাকে মার্কিন বিমান হামলার প্রতিবাদে মঙ্গলবার বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। পরে তারা যুক্তরাষ্ট্রের পতাকা ও দূতাবাসের দেয়ালে আগুন ধরিয়ে দেয়।