ইরাকে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রকেট হামলায় মার্কিন ও ব্রিটিশ সেনা নিহতের পর ইরাকে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইরানপন্থী যোদ্ধাদের বেশ কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এসব হামলায় কয়েকজন আহত হওয়ার কথা জানা গেলেও কারো মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে বুধবার মার্কিন বাহিনীর সেনা অবস্থান থাকা ইরাকের সামরিক ঘাঁটিতে একাধিক রকেট হামলা চালানো হয়। হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হয়। তবে কেউ ওই হামলার দায় স্বীকার না করলেও ইরানপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে ওয়াশিংটন।