ইরানকে একাই দেখে নেয়ার হুমকি ইসরাইলের প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ইরানকে একাই দেখে নেয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের।
বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উত্তর কমান্ডে ভ্রমণকালে তেহরানকে এই হুমকি দেন । এ সময় তার সঙ্গে ইসরাইলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইসরাইল ইরানের বিরুদ্ধে বিশ্বকে সমবেত করার চেষ্টা করছে। এর আগে গত বৃহস্পতিবার আরব উপসাগরের ওমান উপকূলে ইসরাইলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলা হয় । এতে জাহাজটির দুই ক্রু নিহত হন। তাদের একজন ব্রিটিশ নাগরিক ও অন্যজন রোমানিয়ার। ঘটনার পর থেকে চিরশত্রু ইরান ও ইসরাইলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ধারণা করছে, ইরান অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই হামলা করেছে।গত শুক্রবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ জাহাজে আক্রমণের জন্য ইরানকে দোষারোপ করেন। তবে যুক্তরাষ্ট্র হামলার জন্য ইরানকে তদন্তের আগে দায়ী করতে রাজি না। ইরান হামলার দায় অস্বীকার করেছে।