ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবারও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী তেহরানে এক সরকারি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রস্তাবকেও ‘মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন হাসান রুহানি। এসময় তিনি বলেন, তার দেশকে যদি ওয়াশিংটন সত্যিকারভাবেই সহায়তা দেয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে তাদের উচিত তেহরানের চিকিৎসা সামগ্রী আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এদিকে, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে থাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে চীন।