ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে তেহরান সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে তেহরান সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
একদিনের সংক্ষিপ্ত সফরে ইরান যান তিনি। এদিন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে সাক্ষাতের পর ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি লিখিত বার্তা ইরানি প্রেসিডেন্টকে হস্তান্তর করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জয়শঙ্কর বলেন, ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যসহ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং নয়াদিল্লি বিভিন্ন ক্ষেত্রে তেহরানের সঙ্গে সহযোগিতা আরো শক্তিশালী করতে চায়। সাক্ষাতে ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, তেহরান ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা হয়– দু’দেশের মধ্যে এমন টেকসই ও স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও আফগানিস্তান প্রসঙ্গে রাইসি বলেন, ইরান আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখতে চায়।