ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্তরাষ্ট্র জড়িত নয় : হোয়াইট হাউস
- আপডেট সময় : ০৮:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ কথা বলেন । ইসরায়েল এ হামলার দায় স্বীকার না করলেও দেশটির সংবাদমাধ্যম একে ইসরায়েলি সিকিউরিটি সার্ভিসের ‘সাইবার অপারেশন’ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া অজ্ঞাত মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলেছে, এ হামলার পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে। এদিকে ইরান ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে । একই সঙ্গে দেশটি তার পরমাণু কর্মসূচিও জোরদার করার ঘোষণা দেয় । ইরানের পরমাণু প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রোববার ছোট বিস্ফোরণের ঘটনা ঘটে । ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ একে সন্ত্রাসী হামলা এবং যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি দেন ।