ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় দ্রুত ফিরতে আশাবাদী ৪ পশ্চিমা নেতা
- আপডেট সময় : ১২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় দ্রুত ফিরতে আশাবাদী ৪ পশ্চিমা নেতা।ইরানের পরমাণু ইস্যুতে জি-টুয়েন্টি সম্মেলনের সাইডলাইনে আলাদাভাবে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর তিন ইউরোপীয় মিত্র শনিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন— ‘ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা’ পুনরায় কার্যকর করা সম্ভব। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে অচলাবস্থার মধ্যে তারা যৌথ বিবৃতি দিয়েছেন। বলছেন, ইরান আচরণ পরিবর্তন করলে এ সমঝোতা আবার কার্যকর করা হতে পারে। যদিও ইরান ফোরামের সদস্য দেশ নয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির উদ্দেশে চার ক্ষমতাধর দেশের নেতারা বলেন, ‘ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতি এড়াতে চাইলে রায়িসি যেন গতিপথ পরিবর্তন করেন।’ ইরান এবং ইউরোপীয় ইউনিয়ন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ফিরতে সম্মত হওয়ার দু’দিনের মাথায় এ বিবৃতি এলো।