ইরানে বন্দুকযুদ্ধে বিপ্লবী গার্ডের কর্নেলসহ ১৯ জন নিহত
- আপডেট সময় : ১০:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে বন্দুকযুদ্ধে বিপ্লবী গার্ডের কর্নেলসহ ১৯ জন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর হোসেন খিয়াবানি রাষ্ট্রীয় টেলিভশনে বলেছেন, এ ঘটনায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলী মুসাভি নিহত হয়েছেন।
গত মাসের শুরুর দিকে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। এ বন্দুকযুদ্ধের সাথে ইরানের চলমান হিজাববিরোধী আন্দোলন-বিক্ষোভের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা এখনও পরিষ্কার নয়। চলমান এ আন্দোলনের জন্য শুরু থেকে ইরান তাদের ‘বিদেশি শত্রু’দের দায়ী করে আসছে। গতকাল ইরানের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভের সঙ্গে জড়িত সন্দেহে ৯ ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানি, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেনের এই নাগরিকদের আটকের এই ঘটনা ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।