ইরান সফরে গেছেন তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গণি বারাদার
- আপডেট সময় : ০১:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে গেছেন তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গণি বারাদার। এ সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
তালেবানের এক মুখপাত্রকে উদ্ধৃত করে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ খবর জানিয়েছে। মোহাম্মদ নাঈম নামে ওই তালেবান মুখপাত্র জানান, বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইরানি কর্মকর্তার সঙ্গে দুই দেশের সম্পর্ক, আফগান শরণার্থী পরিস্থিতি এবং আফগানিস্তানের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আলোচনা করবে। তবে এ সফর নিয়ে মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি। এদিকে আফগানিস্তানের উত্তেজনার মধ্যে ইরানসহ ৪ দেশ সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। এরপর তিনি পর্যায়ক্রমে তিনি তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কিমেনিস্তান সফর করবেন। এরপর তিনি যাবেন ইরানে। তার এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে।