ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে
- আপডেট সময় : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। পদ্মা-মেঘনায় নামতে প্রস্তুত চাঁদপুরের ৫০ হাজার জেলে। নৌকা মেরামত, জাল বোনাসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এদিকে..মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই সময়ে বিভিন্ন নদী মোহনায় অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার জেলেকে আটক করে নৌপুলিশ।
২২ দিন পর নদীতে নামবেন স্থানীয় জেলেরা। চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবীর ৭০ কিলোমিটারে হবে তাদের বিচরণ। মা ইলিশ রক্ষায় এতদিন মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা ছিলো। মধ্যরাত থেকে সেই আদেশ তুলে নিচ্ছে মৎস্য বিভাগ। নদীতে নামতে প্রস্তুতি নিয়ে রেখেছেন জেলেরা।
অভিযানে চাঁদপুরে নিবন্ধিত ৪৪ হাজার ৩৫ জন জেলে প্রণোদনা হিসেবে পান ২৫ কেজি চাল।
ভবিষ্যতে সরকার এই অঞ্চলের জেলেদের জন্য ৬ লাখ টন খাদ্য সহায়তা দিতে পারবে বলে প্রত্যাশা করছে। চলতি বছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।
ইলিশ সংরক্ষণ অভিযানে এবারই সবচে বেশি সফলতা এসেছে বলে জানান নৌ-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।
অবৈধভাবে মাছ ধরতে নেমে চাঁদপুরের নদী এলাকা থেকে গ্রেফতার করা হয় সাড়ে ৪ হাজার জেলে। জব্দ করা হয় ১২টি নৌকা, ১৪ লাখ ৩৯ হাজার মিটার কারেন্ট জাল ও ২৯৩ কেজি ইলিশ মাছ।
আশ্বিন মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় মা ইলিশকে ডিম পাড়তে দেয়ার সুযোগ করে দিতেই ৭ অক্টোবর থেকে পদ্মা-মেঘনার অভয়ারন্যে মাছ ধরা বন্ধ রাখে সরকার