ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও জনগণের ভোট এগিয়ে আছেন ট্রাম্প

- আপডেট সময় : ১২:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও জনগণের ভোট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট টুইট বার্তায় জানিয়েছেন, সারা দেশে রিপাবলিকান দল ভালো অবস্থানে আছে।
ইন্ডিয়ানা এবং কেনটাকি রাজ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার পররপই তিনি এ মন্তব্য করেন। এছাড়া, ভার্জিনিয়ার আরলিংটনে রিপাবলিকান ন্যাশনাল কমিটি’র কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ভোটার উপস্থিতি দেখে তার মনে হয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণ তাকেই নির্বাচিত করতে যাচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তিনি বলেন, মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো ব্লু ওয়ালের অন্তর্ভূক্ত পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে জয়ের ব্যাপারে আশবাদী তিনি। ২০১৬ সালের নির্বাচনে আসন তিনটিতে ট্রাম্প জয় পান। ওই গেলো কয়েক দশকের আসন হাত ছাড়া হয়ে যায় ডেমোক্র্যাটদের। প্রত্যাশা অনুসারে প্রতিনিধি পরিষদে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটসরা। ইউএস নেটওয়ার্কের প্রতিবেদন বলছে, ৪৩৫ আসনের কক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা সামান্য বেড়েছে। নির্বাচনের অন্তত চার বা পাঁচটি আসন বাড়বে বলে প্রত্যাশা করেছিলেন হাউস স্পিকার ন্যাননিস পেলোসি। নির্বাচনের এই ফলে পেলোসির হাত আরও শক্তিশালী হয়েছে।