ইসরাইলি সেনাদের উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি লেবাননের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জোসেফ আউন।
তিনি বলেন, লেবাননের সেনারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ কাউকে নিতে দেবে না এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না। লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জোসেফ আউন একথা বলেন। লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার বলেন, সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরাইলি সেনাদের তৎপরতা বেড়েছে এবং নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে লেবানন। করোনাকালে এই মন্দা ভয়াবহ আকার ধারণ করেছে। এই সংকটকে ১৮৫০ সালের পর ইতিহাসের অন্যতম ভয়াবহ মন্দা বলে অভিহিত করেছে বিশ্ব ব্যাংক।