ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচারকার্য দুই মাস পেছানো হয়েছে

- আপডেট সময় : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচারকার্য দুই মাস পেছানো হয়েছে। রোববার দেশটির বিচার বিভাগ নেতানিয়াহুর মামলার শুনানি করোনার কারণে ২৪ মে পর্যন্ত স্থগিত করে।
ইসরাইলের বিচার বিভাগ থেকে জানানো হয়, নেতানিয়াহুর বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আদালতে উত্থাপনের কথা ছিল, করোনার কারণে তা আদালতে উত্থাপন করা যাচ্ছে না। ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের অ্যাটর্নি জেনারেল দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা করেন। ইসরাইলী আইনে সংসদ সদস্যদের বিচার থেকে স্বয়ংক্রিয়ভাবে দায়মুক্তি মেলে না। এর জন্য আবেদন করতে হয়। নিয়ম অনুযায়ী, দায়মুক্তির আবেদন পার্লামেন্টে নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ইসরাইলের বিচার বিভাগ মামলা নিয়ে অগ্রসর হতে পারবে না। এই আবেদন পাস হতে ইসরাইলী পার্লামেন্ট- নেসেটের অর্ধেকের বেশি এমপিদের সমর্থন লাগবে। দীর্ঘ ২০ বছর ধরে ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতৃত্বের আসনে রয়েছেন নেতানিয়াহু।