ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের করোনা ভ্যাক্সিন নিয়ে বাণিজ্য চুক্তি

- আপডেট সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
মুসলিম বিশ্বে সমালোচনার মধ্যেই ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত শান্তি চুক্তির দুদিনের মাথায় করোনা ভ্যাক্সিন নিয়ে প্রথমবারের মতো বাণিজ্য চুক্তি হয়েছে।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে গবেষণা ও উন্নয়নে আমিরাত এবং ইসরাইলি কোম্পানির সঙ্গে কৌশলগত বাণিজ্যিক চুক্তি হয়েছে। শনিবার আমিরাতের অ্যাপেক্স ন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে ইসরাইলি টেরা গ্রুপের এই চুক্তি সই হয়। আমিরাতের সংবাদ মাধ্যম- ওয়ামের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম- আল জাজিরা। অ্যাপেক্স চেয়ারম্যান খলিফা খরৌর উদ্ধৃতি দিয়ে আমিরাতের সংবাদ মাধ্যম ওয়াম বলছে, মানবতার সেবায় করোনাভাইরাস নিয়ে গবেষণা জোরদার করতে এই চুক্তিটি আমিরাত-ইসরাইলের মধ্যে বাণিজ্য, অর্থনীতি ও ব্যবসায়িক খাতে কার্যকর অংশীদারিত্বের সূচনাকারী প্রথম বাণিজ্যিক চুক্তি।