ফিলিস্তিনের ওপর ইসরায়েলিদের আগ্রাসন বন্ধ দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২০৭০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর দখলদার ইসরায়েলিদের আগ্রাসন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। জোহরের নামাজ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করার দাবি তোলেন।
সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসা বিক্ষোভকারীরা ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানে স্লোগানে দাবি তুলে ধরেন।
বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা ইসরায়েল ফিলিস্তিনের বাসিন্দাদের ওপর যে বর্বরতা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানান।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকার জোরদার নিরাপত্তা নিশ্চিত করা হয়।