ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে ১৫০০ ফিলিস্তিনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখলো, গাজা উপত্যকা। গেলো ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮’শ’র কাছাকাছি।
আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, নিহতদের মধ্যে ২ হাজার ৩৬০ শিশু, ১ হাজার ১’শ নারী এবং ২১৭ জন প্রবীণ রয়েছে। প্রায় ১৫০০ ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে, যার মধ্যে ৮৩০ জন শিশু।
গেলো ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭০৪ জনেরও বেশি ফিলিস্তিনি। এ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ইসরায়েলের দুই সপ্তাহের অবরোধে ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এক দিনে এত মৃত্যু আগে দেখেননি গাজাবাসী।