ইসরায়েলি হামলায় ৬ মাসে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০৪:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৭৮০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ছয় মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।
তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল।
এই পরিস্থিতিতে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। এসময় তারা ইহুদি এই দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি জানান। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজার হাজার মানুষ শনিবার বিক্ষোভ শুরু করে।
পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের কাছেও বিক্ষোভ হয়। এসময় তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলজুড়ে এই বিক্ষোভ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলে এই বিক্ষোভ এমন এক সময়ে হলো যখন কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্র গাজায় বন্দি বিনিময় চুক্তি এবং যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছে।