ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১৫ জন
- আপডেট সময় : ১২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৮৫৩ বার পড়া হয়েছে
ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১৫ জনে। নিহতদের মধ্যে রয়েছে ৭০০ জন। এছাড়া হামলায় আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন।
রোববার বাংলাদেশ সময় সকালে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪০০’র অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হন দেড় হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে, গাজায় ২৬০, মধ্য গাজার দেইর আল-বালাহতে ৮০, উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ৪০, বেইত লাহিয়া শহরে ১০ এবং দক্ষিণ খান ইউনিসে ২০ জন নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত হামাসের হামলায় অন্তত ১৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া তিন হাজার ৪শ’র অধিক ইসরায়েলি আহত হয়েছেন।
এদিকে…অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে তা বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
মধ্যরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। এসময় আরও বলা হয়, খুব দেরী হওয়ার আগেই ইসরায়েলকে যুদ্ধ থামাতে হবে।