ইসরায়েলে হামাসের অতর্কিত হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০
- আপডেট সময় : ০১:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
ইসরায়েলে হামাসের অতর্কিত হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১৬০০ ইসরায়েলি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের বিশাল মাল্টি-ফ্রন্ট হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গাজায় ইসরায়েলি বিমানের পাল্টা হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৬৯৭ জন। সংঘাত এখনও অব্যাহত আছে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহু চরম প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেছেন।
এদিকে..কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। হামাস গর্ব করে বলেছে, আটক ইসরায়েলিদের সংখ্যা ইসরায়েল যা জানে তার চেয়েও অনেক বেশি। গতকাল ভোরে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এক হাজারের বেশি ফিলিস্তিনি ব্যাপক নিরাপত্তাবেষ্টিত সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে।