ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে- ইসরায়েলে ভয়ঙ্কর হামলার সর্বশেষ ঘটনা এটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে, রাস্তায় ও একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক বন্দুকধারী ব্যক্তি। হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। ওই দুর্বৃত্তও নিহতে হয়েছে। তবে, কে বা কারা তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে গত সপ্তাহে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেবাতে এক দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গাড়িচাপায় চারজন নিহত হন। পরে, একজন পথচারীর গুলিতে তিনিও নিহত হন।