ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেট
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
এক ভোটের ব্যবধানে আস্থা ভোটে জিতে ইসরাইলী সংসদ- ‘নেসেটে’ অনুমোদন পেয়েছে নবগঠিত জোট সরকার। ফলে ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান ঘটেছে। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেট।
সংসদে জয়ী বেনেটের পক্ষে ৬০টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে ৫৯টি। ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হচ্ছেন কট্টোর ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির প্রধান- বেনেট। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে, ক্ষমতা হারালেন দীর্ঘ ১২ বছরের শাসনকর্তা প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এদিকে, জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইয়েমিনা পার্টির নেতা বেনেট বলেন, তাঁর সরকার ইহুদী-খ্রিস্টান-মুসলমান– সব মানুষের জন্য কাজ করবে। অগ্রাধিকার পাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং লাল ফিতার দৌরাত্ম্য কমানো। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। তিনি অভিযোগ অস্বীকার করলেও সবকিছু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।