ইসরায়েলে নতুন জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো
- আপডেট সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ইসরায়েলে নতুন জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো। দেশটির প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে এই ঐকমত্যের খবর জানিয়েছেন। তাঁরা শিগগিরই সরকার গঠন করবেন। এদিকে, ইসরায়েলের প্রবীণ রাজনীতিবিদ আইজ্যাক হেরজগ দেশটির একাদশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর মাধ্যমে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান হতে চলেছে। গতকাল বুধবার মধ্যপন্থী দল ইয়েশ আতিদের নেতা ইয়ার লাপিদ একটি বিবৃতি দিয়ে জোট সরকার গঠনের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন। চুক্তি অনুযায়ী, ইসরায়েলের কট্টর ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর বাকি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন লাপিদ। তবে নতুন এই সরকারের শপথ নেয়ার আগে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। জোটটি যদি ১২০ আসনের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে নতুন করে নির্বাচন হবে দেশটিতে। এদিকে, পার্লামেন্ট নেসেটে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে ১২০ সদস্যের মধ্যে ৮৭ আইনপ্রণেতা প্রবীণ রাজনীতিবিদ আইজ্যাক হেরজগকে ভোট দিয়েছেন। আগামী ৯ জুলাই ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি।