ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ক একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে ফ্রান্স। তবে এর বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে হামাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা, দুই পক্ষ ‘দুই-একদিনের ভেতরই’ যুদ্ধবিরতিতে পৌঁছাবে বলে জানান। এদিকে, ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ভিডিও বার্তায় গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা কমানোর কথা বলার কিছুক্ষণ পরই এক ভিডিও বার্তায় নেতানিয়াহুর এ ঘোষণা আসে। টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চলবে। সহিংসতার দশম দিনে ইসরায়েলের বিমান হামলায় ২শ’র বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৬৩ জন শিশু।