ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৯৩৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। রাজধানীতে কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিপুলসংখ্যক পুলিশ দেখা যায়। পল্টন মোড়েও অবস্থান নেয়ে পুলিশ।
মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগও তল্লাশি করতে দেখা যায়। নামাজ শেষে আরও কয়েকটি ইসলামী সংগঠন মানববন্ধন ও মিছিল করে।