ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার গায়েব

- আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১৮০০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে দেড়শ ভরি স্বর্ণালংকার চুরি গেছে। ২৯ মে’তে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ পায় গতকাল। এরপর থেকেই শুরু হয়েছে তোলপাড়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে তারা কিছুই জানেন না। এদিকে, ভুক্তভোগী নারী মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
১৭ বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার ব্যবহার করছেন ভুক্তভোগী পরিবার। ২৯ মে দুপুরে ব্যাংকের লকার থেকে কিছু স্বর্ণালংকার আনতে গেলে সেটি খোলা দেখতে পান। এ সময় মাত্র ১১ ভরি স্বণালংকার লকারে দেখতে পান গ্রাহক।
নতুন গহনা রাখতে গেলে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে লকার রুমে নিয়ে যান। লকারের কাছে গিয়ে সেটি খোলা অবস্থায় দেখতে পান রোকেয়া। লকারের আগে রাখা প্রায় ১৬০ ভরির ১১ ভরির সন্ধান পান গ্রাহক রোকেয়া। ব্যাংকের লোকজন জড়িত বলে অভিযোগ তার।
এ ঘটনায় ব্যাংকের লোকজন জড়িত বলে ধারণা সংশ্লিষ্ট মালিকের। চুরির বিষয়ে কিছুই জানে না ব্যাংক কর্তৃপক্ষ। স্বর্ণ গায়েবের বিষয়ে তা তদন্ত করা হচ্ছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে ভুক্তভোগীরা মামলা না করায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না।