ইসিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপি সবক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় গণতন্ত্রের পথকে মসৃণ করতে বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করারও আহবান জানান সেতুমন্ত্রী। এদিকে, জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক ও মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনায় অংশে নেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাসিমসহ কেন্দ্রীয় নেতারা।
সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপকৌশল গ্রহণ করেছে।
এ সময় নেতা-কর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সকল অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
এদিকে, দুপুরে প্রয়াত বরেণ্য রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক এবং মহিউদ্দিন চৌধুরী স্মরণসভায় অংশ নিয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এছাড়া আলোচনায় অংশ নেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমসহ অনেকে।