ইসি আইন দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না : হুঁশিয়ারি মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নিবাচন কমিশন আইন করে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষের কাছে এ আইন গ্রহণযোগ্য হয়নি বলে দাবি করেন তিনি। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার তড়িঘড়ি করে আইন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র হত্যার কালো দিবস উপলক্ষে আলোচনা সভা করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
জনগণের প্রতিনিধিত্বহীন সংসদে নির্বাচন কমিশন আইন পাসের কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য তড়িঘড়ি করে নিবাচন কমিশন আইন পাস করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, নিজেদের অপকর্ম ঢাকতেই সরকার বিদেশে লবিস্ট নিয়োগ করেছে।
করোনা সংক্রমণ কমলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।
দেশে নতুনরূপে বাকশাল কায়েম হচ্ছে বলে দাবি করেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সরকার সাংবাদিকদের হুমকিতে রেখেছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।