ইসি গঠনে আইনে গোপনীয়তা বা তাড়াহুড়া নেই : আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন আইনের খসড়ায় দুটি পরিবর্তনের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিলটি নিয়ে কিছু ব্যক্তি বিরোধিতা করছে। এটি লুকোনোর বিষয় নয়। এদিকে, সার্চ কমিটিতে থাকা ব্যক্তিদের নাম প্রকাশের দাবি জানান বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।
নির্বাচন কমিশন গঠনে সংসদে উত্থাপিত বিল নিয়ে সোমবার সকালে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিলটি জনগণ থেকে লুকোনোর কিছু নেই। কিছু লোক না বুঝে বিরোধিতা করছে।
মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কখনো ইনডেমনিটি বিশ্বাস করে না। বরং ইনডেমনিটির শিকার আওয়ামী লীগ।
তড়িঘড়ি করে বিল আনা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি’র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, বিস্তারিত আলোচনার পর প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এটি বুধবার সংসদে তোলা হবে।
রোববার বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। পরে, সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।