ইয়াউন্ডেতে সোমবার একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে সোমবার একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্টেডিয়ামটিতে আফ্রিকা কাপ অব নেশনসের একটি ফুটবল ম্যাচের আগে এ ঘটনা ঘটে।
হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে ওই ঘটনার সময় বেশ কয়েকটি শিশু অচেতন হয়ে পড়ে। স্টেডিয়ামে প্রবেশের জন্য ধাক্কাধাক্কি করে ফুটবলপ্রেমীরা, সেখানেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। তবে করোনা মহামারির কারণে ধারণক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ম্যাচটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, খেলা দেখতে প্রায় ৫০ হাজার মানুষ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছিলেন। এদিকে হতাহতের ঘটনার পরও ক্যামেরুন ও কমোরোসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলে জয় পায় স্বাগতিকেরা।