ইয়াবার চেয়ে শক্তিশালী অ্যামফিটামিন মাদক কীভাবে দেশে এলো
- আপডেট সময় : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইয়াবার চেয়ে শক্তিশালী অ্যামফিটামিন মাদক কীভাবে বাংলাদেশে এসেছে তা এখনো জানতে না পারলেও এর গন্তব্য ছিল হংকং হয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দুপুরে ঢাকার সেগুনবাগিচা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাপরিচালক মো. আহসানুল জব্বার।
বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত অভিযানে জব্দ করা হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অস্ট্রেলিয়াগামী ১৪টি বড় প্যাকেট। সেখানে ২৪ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের মাদক অ্যামফিটামিন জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, এসবের কিছুই বাংলাদেশে উৎপাদন হয় না। তবে এটি ইউরোপে বহুল ব্যবহৃত। এই মাদক কোনো না কোনোভাবে বাংলাদেশে এসেছে। যার গন্তব্য ছিল হংকং হয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এই মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে মোট ছয়জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তবে মাদক চোরাচালানের পেছনে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান অধিদফতরের মহাপরিচালক মো. আহসানুল জব্বার।