ইয়াবার বিকল্প হিসেবে ভারত থেকে আসছে নতুন মাদক ট্যাপেন্টাডল
- আপডেট সময় : ০১:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ইয়াবার বিকল্প হিসেবে ভারত থেকে আসছে নতুন মাদক ট্যাপেন্টাডল। ব্যথানাশক এ ট্যাবলেট কিছুদিন আগে দেশে নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট ভারত থেকে অবৈধ পথে ওষুধের সাথে আনছে ট্যাপেন্টাডল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এর আগ্রাসন এখনই থামানো না গেলে ভবিষ্যতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে।
গত মাস থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আসছে ১৬ ডিসেম্বর মাদকমুক্ত নগরী ঘোষণা করার কথা রয়েছে। গেলো শনিবার বিকেলে চরমাঝারদিয়াঢ় সীমান্তে পুলিশের হাতে ধরা পড়ে ১১হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।এজন্য একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ বলছে, এ মাদক সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না তাদের।
ইয়াবার চেয়ে দামে সস্তা হওয়ায় বেশ চাহিদা ট্যাপেন্টাডলের। দেশে নিষিদ্ধ হওয়ার পর ভারত থেকে আসছে ট্যাপেন্টাডলের চালান। এই আন্তর্জাতিক সিন্ডিকেট এখনই রুখতে না পারলে, ভবিষ্যত ভয়াবহ হবে বলে শংকা জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিছুদিন আগে বগুড়ায় চার পিস ট্যাপেন্টাডল জব্দ করার পর নড়েচড়ে বসে সংস্থাটি। গত ২৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ট্যাবলেটকে মাদক হিসেবে চিহ্নিত করা হয়।