ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে এএসআই, কনস্টেবল ও সোর্সকে মারধর করেছে স্থানীয় জনগণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুর ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে পুলিশের এক এএসআই, দুই কনস্টেবল ও এক সোর্সকে মারধর করেছে স্থানীয় জনগণ।
ঘটনার পর ৫ পুলিশ সদস্য ও দুই সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান ,ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যে তারা সেখানে গিয়েছিল। এব্যাপারে সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, এএসআই রিয়াজের নেতৃত্বে ওই পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে স্থানীয় ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে।