ইয়াসের অস্বাভাবিক জোয়ারে বাড়ী ঘর ভেসে যাওয়া ৬টি পরিবারকে দেয়া হয়েছে মুজিব বর্ষের ঘর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ইয়াসের অস্বাভাবিক জোয়ারে বাড়ী ঘর ভেসে যাওয়া ৬টি পরিবারকে দেয়া হয়েছে মুজিব বর্ষের ঘর।
সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন আনুষ্ঠানিক ভাবে এসব ঘরগুলো বুঝিয়ে দেন। সোনাদিয়া ইউনিয়নের মুদিন নগর গুচ্ছ গ্রামে নব নির্মিত ২৬টি ঘরের মধ্যে ৬টি ঘর ক্ষতিগ্রস্থ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়। গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের বেড়ীবাঁধ ভেংগে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এসময় জোয়ারের স্রোতে ভেসে যায় অনেকের বাড়ী ঘর । এর মধ্যে ৬টি পরিবার একেবারে নি:স্ব হয়ে যাওয়ায় তাদের মাঝে ঘর তুলে দেয়া হয়।