ইয়েমেনের এডেন বিমানবন্দরে বিস্ফোরণে ২৬ জন নিহত
- আপডেট সময় : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইয়েমেনের এডেন বিমানবন্দরে এক বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়ছে আরও অর্ধশতাধিক লোক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।একে হুতি বিদ্রোহীদের কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছে কর্মকর্তারা।
দেশটির আন্তর্জাতিক সমর্থিত সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে নতুন গঠিত সৌদি আরব সমর্থিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিমান অবতরণের কয়েক মিনিট পর এই বিস্ফোরণ ঘটে। যদিও সরকারি মন্ত্রীরা সবাই অক্ষত আছেন। প্রাথমিক বিস্ফোরণের পর বিমানবন্দর থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া উড়তে দেখা যায় । পুরো এলাকাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আহতদের উদ্ধারে লোকজন যখন যাচ্ছিল, তখন দ্বিতীয়বারের বিস্ফোরণ ঘটে। একে হুতি বিদ্রোহীদের কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছে কর্মকর্তারা। সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, একটি হুতি ড্রোন আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে আঘাত হানতে গেলে সেটি ধ্বংস করা হয় ।