ইয়েমেনে ১৬ মাসের ব্যবধানে হুত্থি বিদ্রোহীদের নিয়োগ করা দুই হাজার শিশু নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইয়েমেনে ১৬ মাসের ব্যবধানে হুত্থি বিদ্রোহীদের নিয়োগ করা দুই হাজার শিশু নিহত হয়েছে। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, হুত্থি বিদ্রোহীরা তাদের মতাদর্শ প্রচার করতে বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছে। জাতিসংঘ জানায়, ২০২০ সাল থেকে ২০২১ সালের মে পর্যন্ত তাদের নিয়োগ করা ১ হাজার ৯৬৮ শিশুযোদ্ধা নিহত হয়। এসব শিশু যোদ্ধাদের বয়স ১০ থেকে ১৭ বছর। জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণসহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা। সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুত্থি বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ। সম্প্রতি সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে তারা।