ই-লার্নিং প্লাটফর্ম দেশে সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করেছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ই-লার্নিং প্লাটফর্ম দেশে সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবির ই-লার্নিং প্লাটফর্মের উদ্বোধন ও সনদ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। গেল এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটলেও, সে অনুযায়ী প্রশিক্ষণের প্রসার ঘটেনি বলে উল্লেখ করেন মন্ত্রী। পেশাগত কাজে ব্যস্ত এবং সিনিয়র সাংবাদিকদের জন্য অনলাইনে সাংবাদিকতা প্রশিক্ষণ অত্যন্ত সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ই-লার্নিং কোর্সের জন্য পাঁচ হাজার সাংবাদিকের আবেদনে স্পষ্ট হয়েছে এর গুরুত্ব।