ঈদকে কেন্দ্র করে খুলনার শপিং মল গুলো সেজেছে নতুন সাজে
- আপডেট সময় : ১০:১৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
ঈদ কেন্দ্র করে খুলনার শপিং মলগুলো সেজেছে নতুন সাজে। দেশি-বিদেশি বিভিন্ন পোশাকে ভরে উঠেছে বিপণি-বিতানগুলো।শোভা পাচ্ছে বাহারি রং আর ডিজাইনের পোশাক। রমজানের প্রথম দুই সপ্তাহে মার্কেটে তেমন ভিড় না থাকলেও এখন জমজমাট খুলনার ঈদ বাজার।
খুলনার বিভিন্ন মার্কেটগুলোতে ঘুরে দেখা যায়,এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভারত ও পাকিস্তানি থ্রিপিস। ভারতীয় টেলিভিশন সিরিয়ালের বিভিন্ন নামের থ্রিপিস কিনছেন তরুণীরা।প্রতিটি দোকানেই নতুন নতুন ডিজাইন ও বাহারি নামের থ্রিপিস এনেছেন বিক্রেতারা।
আর কাপড় ব্যবসায়ীরা বলছেন,আগামী দিনের ঈদগুলোর মত এবারের ঈদে বেচাকেনা তেমন প্রভাব পড়ছে না। প্রিন্ট ও সিল্ক শাড়ির উপরে ক্রেতাদের ঝোঁক বেশি।
ঈদে জামা-কাপড়ের সাথে প্রসাধনীর চাহিদা থাকে রমণীদের আর সেই প্রিয় প্রসাধনী কিনতে এসে তো হাঁস পাস খাচ্ছেন তারা।
আর গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন,এবার ঈদে ইন্ডিয়ান ও বাংলাদেশী শাটের চাহিদা অনেক বেশি। তবে বেচাকেনা আগের বছর থেকে এ বছর কম হওয়ায় একটু হতাশ তারা।আর ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলার অবস্থা সন্তোষজন বলে জানালেন এই ব্যবসায়ী নেতা।খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছেন ,তারা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যা ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকবে।