ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ নেই

- আপডেট সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ নেই। মহাসড়কে তীব্র যানজটের কারণে নারী ও শিশুরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
আবদুল্লাহপুর থেকে কয়েক কিলো রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে আটকা পড়েছে কয়েকশত ছোট-বড় গাড়ি। সড়কে মোতায়েন করা হয়েছে প্রায় ৬শ’ পুলিশ। ২শ’ হাইওয়ে পুলিশ মহা সড়কে দায়িত্ব পালন করছে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের ভিড় আরও বেড়েছে। মহাসড়কটিতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে। আজ সকাল থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। সেই সঙ্গে মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় যানবাহনের অনেকটাই ধীরগতি লক্ষ করা গেছে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে সকাল থেকেই। পথে পথে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।