ঈদকে সামনে রেখে প্রায় ৭০ হাজার গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে সাড়ে ১৬ হাজার খামারি
- আপডেট সময় : ০১:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে প্রায় ৭০ হাজার গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে মানিকগঞ্জের সাড়ে ১৬ হাজার খামারি। জেলার সাত উপজেলার ৬৫টি ইউনিয়নের প্রতিটি বাড়িতেই ঈদুল আযহাকে সামনে রেখে গরু মোটা তাজা করা হেচ্ছে। কিন্তু, করোনার প্রভাবে এসব গবাদি পশু বিক্রি নিয়ে সংশয়ে পড়েছেন খামারিরা।
মানিকগঞ্জের সাত উপজেলায় গড়ে উঠেছে ১৬ হাজার ৫৬৩ টি খামার। এসব খামারে ৪৬ হাজার গরু, ২২ হাজার ৭১৩ টি ছাগল এবং আট হাজার ৭৩০টি ভেড়া লালন-পালন করা হচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতিবছর জেলার খামারিরা এই উদ্যোগ নিয়ে থাকে। করোনার প্রভাবে দফায় দফায় পশু খাদ্যের দাম বেড়েছে। আর, এখন কোরবানির হাটে পশুর উপযুক্ত দাম পাওয়া যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে খামারিদের।
করোনার মধ্যে ঝুঁকি নিয়েও খামার পরিদর্শন করছেন বলে জানান, এই কর্মকর্তা। ক্রেতা ঘাটতির আশংকা নিয়েও উপযুক্ত দামে পশু বিক্রির আশা করছে খামারিরা।