ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি ঝিনাইদহে
- আপডেট সময় : ০২:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঝিনাইদহের খামারীরা।
দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজকরণ আর বাজারজাত নিয়ে ব্যস্ত তারা।
পদ্মাসেতু হওয়ায় সহজেই ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গরু পাঠাতে পাঠিয়ে বেশি লাভের আশা তাদের।
জামালপুরের খামারিরাও ক্ষতিকারক ইনজেকশন ব্যবহার না করে দেশীয় খাবারে গরু মোটতাজা করেছে।
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের খামারী পারভেজ মাসুদ । এ বছর কোরবানি উপলক্ষে তার খামারে লালন-পালন করেছেন ৪০ টি দেশী-বিদেশি জাতের গরু।
ঈদ আসন্ন তাই একটু বেশিই যত্ন আত্তি চলছে তার খামারে। জেলার বিভিন্ন গ্রামে ছোট-বড় খামারে দেশীয় পদ্ধতিতে পালন করা হচ্ছে গরু-ছাগল। পাশাপাশি ব্যক্তিপর্যায়ে বড় করা হচ্ছে কোরবানির পশু।
এদিকে পশু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে খামারগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
জামালপুর জেলার ৭ উপজেলাতে প্রায় ৬ হাজার ৪শ’ ৭১ খামারী ব্যাক্তিগত ও বাণিজ্যিকভাবে ৫৬ হাজার ৫শ’ ২৪ টি কোরবানীর পশু প্রস্তুত করা হচ্ছে। আর এসব খামারে কোরবানীর ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের প্রক্রিয়া শুরু করেছে খামারীরা।
কোরবানীর পশুতে যাতে মানবদেহের জন্য ক্ষতিকারক কোন ইনজেকশন ব্যবহার না করে,
সে ব্যপারে প্রাণী সম্পদ বিভাগ থেকে সকল খামারীদের পরামর্শ ও তদারকি করা হচ্ছে।
দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করন করে লাভবান হবে খামারীরা, সুষ্ঠ সবল পশু কিনে কোরবানী দিতে পারকে ক্রেতারা এমনটি প্রত্যাশা সবার।